বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪

সমতল-পাহাড়ে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকব - উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

প্রকাশঃ ১২ অক্টোবর, ২০২৪ ০৮:৫৭:২১ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০২:১৩:২৯

সিএইচটি টুডে ডট কম। আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের শারদীয় দুর্গাপূজার  পূজামন্ডপ পরিদর্শনকালে স্মৃতিচারণ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব) সুপ্রদীপ চাকমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালে  এই জগন্নাথ হলে আমি পাঁচ বছরের বেশি সময় ছিলাম। জগন্নাথ হল আমার প্রাণের জায়গা। এই জায়গাটায় থাকতে পারার কারণেই আমি মনে করি আজ আমার পর্যন্ত আসাটা সম্ভব হয়েছে।


উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, এদেশের  সমতল-পাহাড়ের মানুষ একসাথে থাকছি, আর আজীবন একসাথে বসবাস করবো।

 

উপদেষ্টা বলেন, এই দেশ এমন একটি দেশ, এখানে সাম্য, মৈত্রী, সৌহার্দ্র্য, বন্ধুত্ব এর সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা মেনে চলা। আমাদের সবার উচিত  সৌহার্দ্র্য সম্প্রীতির বন্ধনে একসাথে মিলেমিশে থাকা। পাহাড় তো আমাদের সবার। এর রক্ষণাবেক্ষণ লালনসহ প্রত্যেকে আমরা প্রত্যেকের অধিকার রক্ষা করব।

সারা দেশ |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions