বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪

রাঙামাটি শহরে অবৈধ অটোরিক্সা বন্ধ ও অভিযানের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ১৮ নভেম্বর, ২০২৪ ০৫:৫৩:২৬ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ১২:০৭:০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরে রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধ ও অভিযানের দাবিতে মানববন্ধন করেছে জেলা অটোরিক্সার সচেতন চালকরা।

সোমবার (১৮ নভেম্বর ২৪ইং) সকালে শহরের তবলছড়ি সিএনজি স্টেশনের সামনে এই মানববন্ধন করেন তারা।

এসময় মানববন্ধনে অটোরিক্সা চালক পক্ষে মো: কামাল হোসেন, রফিকুল ইসলাম হক, প্রিয়তোষ, মো ঝন্টু সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, রাঙামাটি শহরটি মাত্র ১০ কিলোমিটার।  এতো ছোট শহরে প্রায় ১৪শ সিএনজি রেজিষ্ট্রেশন করা আছে।  রাঙামাটি শহর টি যেমন পর্যটন শিল্পের উপর নির্ভর অন্য দিকে শহরের অভ্যন্তর যাতায়াতের একমাত্র বাহন সিএনজি। বর্তমানে ১৪শ সিএনজির কারণে শহরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যানযট। এর ভেতর অনট্রেস গাড়ি শত শত।  এদিকে বিভিন্ন সময় শহরে দেওয়া হচ্ছে সিএনজির রেজিষ্ট্রেশন।  যা চালকদের দূর্ভোগের শেষ নেই।  এভাবে সিএনজির রেজিষ্ট্রেশন দিতে থাকলের চালকরা কিভাবে সংসার চালাবে চালকরা।  তাই শহরে যেন আর কোনো সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া না হয় প্রশাসনের প্রতি চালকরা এই আহবান জানান।

বক্তারা আরো অভিযোগ করে বলেন,  রাঙামাটিতে এক শ্রেনির দালাল আছে যারা নতুন সিএনজি আনে আর দালালের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে ৫লাখ টাকার সিএনজি ৭ থেকে ৯ লাখ  টাকা বিক্রি করেন।  এভাবে তারা ব্যবসা করে যাচ্ছেন।  এতে চালকদের কোনো লাভ তো হচ্ছেই না বরণ  এখন সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে চালকদের। 

প্রশাসনের প্রতি আহবান জানিয়ে, বলেন, রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধ সহ রাঙামাটিতে যেন আর কোনো সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া না হয়। মানববন্ধনে, আবার যদি সিএনজির রেজিষ্ট্রেশন দেয়া হয় তাহলে কঠোর আন্দোলনে নামবে এমন হুশিয়ারী দেন চালকরা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions