শুক্রবার | ২৯ সেপ্টেম্বর, ২০২৩

৮ম বর্ষে যাত্রা শুরু করল পাঠক নন্দিন অনলাইন সিএইচটি টুডে ডট কম

হাটি হাটি পা করে ৭ বছর পেরিয়ে ৮ বছরে যাত্রা শুরু করলাম আমরা। পার্বত্য চট্টগ্রামের মানুষের সুঃখ, দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা রাজনীতি অর্থনীতি উন্নয়ন, সম্ভাবনা সব কিছু গত ৭ বছরে তোলে আনার চেষ্টা করেছি আমরা।

বিজু, সাংগ্রাইং,বৈসুক, বিষু, বিহু ও বাংলা নর্ববষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা

পার্বত্য চট্টগ্রামের বসবাসরত আদিবাসী তথা ১১টি ক্ষুদ্র ক্ষুদ্র জাতি সত্বার প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাইং,বৈসুক, বিষু, বিহু উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের অনলাইন প্রতিদিন সিএইচটি টুডে ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ কামনা রইল। মূলত: ১২,১৩ ও ১৪ এপ্রিল বিঝু বা বৈসাবি উৎসব হলেও এর আগ থেকে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে। কাল পানিতে ফুল ভাসিয়ে বিঝুর আনুষ্ঠানিকতা শুরু হবে।

নতুন বছর হোক শান্তি ও সম্প্রীতির

একটি রাত, রাত গড়িয়ে সকাল, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে আবারো রাত। তেমনি সেকেন্ড গড়িয়ে মিনিট, মিনিট গড়িয়ে ঘন্টা, ঘন্টা গড়িয়ে দিন এভাবে হিসেব করে চলে আমাদের জীবন ধারা।

FIND US ON FACEBOOK
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions