প্রকাশঃ ১৮ নভেম্বর, ২০২৪ ০৩:৩৬:২২
| আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ১০:২০:৩৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আগামী ২৩ নভেম্বর থেকে সাংগু নদীতে নৌকা বাইচের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা।
সোমবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবানের সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায় বান্দরবান কাঁচা বাজার সংলগ্ন সাংগু নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ক্রীড়া মেলার। এর পর ২৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় লিটল স্টার ক্লাব এর টেনিস কোর্টে টেবিল টেনিস প্রতিযোগিতা, ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় জিমনেসিয়াম প্রাঙ্গণে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ২৮ নভেম্বর সকাল ৯টায় বান্দরবান ঈদগাহ মাঠে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২৯ নভেম্বর বান্দরবান রাজার মাঠে দুপুর ২টায় কাবাডি খেলা আর বিকাল ৩টায় পেশাদার ফুটবলারদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও ৩০ নভেম্বর রাজার মাঠে দুপুর ২টায় মহিলাদের এ্যাথলেটিকস, বলি খেলা, তৈলাক্ত বাঁশে আরোহন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর সবশেষে বিকেলে সমাপনী অনুষ্ঠান আর বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি মো.রফিকুল আলম, সহ-সভাপতি নিনি প্রু, সাধারণ সম্পাদক থুইসিং প্রু লুবু, সাংগঠনিক সম্পাদক উক্যসিং মারমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
আয়োজকেরা জানান, সপ্তাহব্যাপী এই ক্রীড়া মেলা পর্যটন শহর বান্দরবানে আগত পর্যটকদেরও বাড়তি আনন্দ যোগাবে আর প্রথমবারের মতো বেসরকারী উদ্যোগে এই ক্রীড়া মেলার মাধ্যমে ক্রীড়াঙ্গন আরো উজ্বীবিত হবে।