শনিবার | ০৫ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম রেইনবো মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত

প্রকাশঃ ০৮ ডিসেম্বর, ২০২৩ ০৬:৩৭:৩৩ | আপডেটঃ ০৫ অক্টোবর, ২০২৪ ০২:৩৯:৪৪

মেহেদী হাসান সোহাগ, সিএইচটি টুডে ডট কম, কাউখালী(রাঙামাটি)উৎসবমুখর পরিবেশে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন 'রেইনবো ফাউন্ডেশন'-এর উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে রেইনবো মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে


ডিসেম্বর শুক্রবার চট্টগ্রামের সাতকানিয়া-বাঁশখালী এবং রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ২টি কেন্দ্রে সকাল ১০টায় একযোগে পরীক্ষা শুরু হয়


আয়োজিত রেইনবো মেধা বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রেইনবো ফাউন্ডেশনের চেয়ারম্যান . মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী


পরীক্ষায় সাতকানিয়া-বাঁশখালী উপজেলা রাঙামাটি ২টি কেন্দ্রে ৩য় থেকে ৮ম শ্রেণির প্রায় শতাধিক  শিক্ষার্থী অংশ নেয়


সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়, এসময় রেইনবো ফাউন্ডেশনের চেয়ারম্যান . সানাউল্লাহ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক সেলিম উদ্দীন,  প্রধান উপদেষ্টা ,ডা দীলিপ চৌধুরী, রেইনবো ফাউন্ডেশনের তত্বাবধায়ক মোহাম্মদ সোহেল সিকদার, সভাপতি মোহাম্মদ সাইয়েদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাইল তাওসিফ, সহ-সভাপতি মোহাম্মদ তাফহীমুল ইসলাম চৌধুরী,  রেইনবো মেধা বৃত্তি পরীক্ষা ২০২৩ এর আহ্বায়ক অর্থ সম্পাদক নাছির উদ্দীন, যুগ্ম আহ্বায়ক (সাতকানিয়া) সাধারণ সম্পাদক লিয়াকত আলী,  যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ  সহ রেইনবো ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী অতিথিবৃন্দ বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন


সময় রেইনবো ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন  শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহী করতেই বৃত্তি পরীক্ষা আয়োজন করেছি,গ্রামের শিক্ষার্থীদের মধ্যে যে মেধা লুকিয়ে আছে তা সঠিক মূল্যায়নের জন্য এবং বিভিন্ন দেশের সাথে কনফিডিশনের ভয় দূর করার জন্য আগামীতে পুরো উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই আয়োজন করবেন বলে জানান,তিনি তার বৃত্তি পরীক্ষা কে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন


একই দিন উপজেলা রাঙামাটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত কেন্দ্রে পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে দায়িত্বরত ছিলেন কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেইনবো ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল কাদের উক্ত কেন্দ্রে পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রক (রাঙ্গামাটি) কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেইনবো ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল কাদের, রেইনবো ফাউন্ডেশনে সাংগঠনিক সম্পাদক আহ্বায়ক ইভান ওয়াহিদ, ক্রীড়া সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফয়েজ সাদ

 

রেইনবো মেধা বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত দুই কেন্দ্রের সার্বিক বিষয়ে তত্বাবধান করেন রেইনবো ফাউন্ডেশনের সহ-সভাপতি রেইনবো মেধা বৃত্তি পরীক্ষা ২০২৩ এর তত্বাবধায়ক মোহাম্মদ তাফহীমুল ইসলাম চৌধুরী

 

আগত অভিভাবক, অতিথি এবং সচেতনমহল রেইনবো ফাউন্ডেশনের কার্যক্রমগুলোর ভূয়সী প্রশংসা করেন

সারা দেশ |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions