মাজারে হামলা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ৮দফা দাবি শিক্ষার্থী তানজিনের চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা ওয়াদুদ ভূইয়ার সড়ক নির্মাণে 'রিফ এন্টারপ্রাইজ'এর অনিয়মের তদন্তের দাবীতে মানববন্ধন সবার জন্য গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব: হাসনাত আবদুল্লাহ
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ভারতীয় মদদে পার্বত্য চট্টগ্রামকে কথিত জুম্মল্যান্ড বানাতে উপজাতিদের 'আদিবাসী' প্রচারণা ও সম্বোধনকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণার দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে 'স্টুডেন্ট ফর সভারেন্টি'র আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আদিবাসী শব্দ ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। উপজাতিদের 'আদিবাসী' প্রচারণা ও সম্বোধনকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা করে আদিবাসী শব্দের ব্যবহারকারীকে আইনের আওতায় আনতে হবে।
এসময়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বৈষম্য এবং দেশ বিরোধী চক্রান্তের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কয়েক শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।