বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪

সচেতনতা তৈরিতে রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহের উদ্বোধন

প্রকাশঃ ২০ নভেম্বর, ২০২৪ ০৪:২৪:২৩ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০১:০৮:৩৭

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (অকার্যকারিতা) সহনীয় মাত্রায় আনতে ওষুধ ক্রেতা-বিক্রেতা, চিকিৎসকসহ সব পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সচেতনতা তৈরিতে সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। 

 

বুধবার সকালে রাঙামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা।

 

এসময় বক্তারা বলেন, ডাক্তারের পরামর্শ ব্যাতিত কোন রোগী এন্টিবায়োটিক সেবন করবেন না। ফার্মেসী ব্যবসায়ীরা ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতিত রোগীদের এন্টিবায়োটিক ঔষুধ দিয়ে থাকেন। যা আইনত দন্ডনীয় অপরাধ। ব্যাপারে সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করা হয়।

 

দিবসটির এবারের প্রতিপাদ্য এন্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা: ‘ নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতায় পুরো জেলায় সচেতনতামূলক মাইকিং করা হবে বলে জানানো হয়। 

 

অনুষ্ঠানে  রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসব ডা: শওকত আকবর, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: আব্দুল হাই, ডা: তাহমিনা দেওয়ান এবং রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions