শনিবার | ২৫ জানুয়ারী, ২০২৫

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশঃ ২৯ মে, ২০২৪ ১২:৪৭:৪৮ | আপডেটঃ ২৪ জানুয়ারী, ২০২৫ ১০:০৬:০৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রতিবন্ধী  যুবকের মৃত্যু হয়েছে, তাকে উদ্ধার করতে গিয়ে আরো তিনজন আহত হয়েছে।
বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৭টায় বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনা পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

প্রতিবন্ধী যুবক খোরশেদ আলম (২০) ওই এলাকার নুরুল আলম মেম্বারের ছেলে। আহতরা হলেন নুরুল আলম মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩), আব্দুর রহিম (৪৫) এবং আজগর আলীর ছেলে মিজানুর রহমান (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের জমিতে গরু চড়াতে গিয়ে ঝড় বাতাসে জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ করেন খোরশেদ আলম। এ সময় তার চিৎকার পেয়ে তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয় অন্যরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশ্ববর্তী চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের লামা সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো.এনামুল হক জানান, পুলিশ লাশের সুরতহাল করছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions