পার্বত্য চট্টগ্রামে নারী ফুটবলারদের পেশাগত দক্ষতায়নে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু বান্দরবানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ বাঘাইছড়িতে স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন থানচিতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায় রাঙামাটির কাউখালীর কলমপতি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। রাঙামাটি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কাউখালী উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাছির উদ্দীন সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ভুঁইয়া সঞ্চালনায় অনুষ্টিত বর্ধিত সভার উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন। সভায় প্রধান অথিতি ছিলেন,রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড:মামুনুর রশীদ(মামুন)।
বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মাহবুবুল বাসেত অপু। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি বাবুল আলী,দপ্তর সম্পাদক মোঃ কুদ্দুস,কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মোঃ আব্দুল হান্নান মেম্বার, আবুল কালাম রিপন, সাধারন সম্পাদক আব্দূল মোতালেব, সাংগঠনিক সম্পাদক মোঃআবু বক্কর তারামিয়া প্রমূখ।
সভায় কলমপতি ইউনিয়নের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিসহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন বক্তারা
বর্ধিত সভায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভার শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।