শুক্রবার | ২৪ জানুয়ারী, ২০২৫

পার্বত্য চট্টগ্রামে নারী ফুটবলারদের পেশাগত দক্ষতায়নে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২৫ ০৮:১৮:৪১ | আপডেটঃ ২৪ জানুয়ারী, ২০২৫ ১২:১৪:৫৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্টগ্রামের  নারী ফুটবলারদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষে   বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ৪দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে রাঙামাটি মারী স্টেডিয়ামে  ৪ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্ভোধন করেন  রাঙামাটি জেলা প্রশাসক  মো হাবিব উল্লাহ।

এসময় এশিয়ান ফুটবল  কনফেডারেশনের  স্যোশাল রেস্পন্সিবলিটি প্রোগ্রামের হেড নীল স্টা মারিয়া, রাঙামাটি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বরুন বিকাশ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর  রশীদ ,  রাঙামাটি জেলা ক্রীড়া  সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবু শাহাদাত সায়েম উপস্থিত ছিলেন।  

এই সোশ্যাল রেস্পন্সিবলিটি প্রোগ্রামের আওতায় তিন পার্বত্য জেলা যথা রাঙামাটি, খাগড়াছড়ি, ও বান্দরবনের মোট ৪৫ জন ফুটবল খেলোয়াড় ও ৩ জন কোচকে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণে অংশ গ্রহন করছে ।

এছাড়াও প্রত্যেক প্রশিক্ষনার্থীদের শিক্ষা উপকরন স্কুল ব্যাগ, খাতা,কলম, ব্যাক্তিগত হাইজিম প্রোডাক্ট স্যানিটারি নেপকিন, সাবান, শ্যাম্পু, টুথ ব্রাশ, টুথ নেটে প্রদান করা হবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions