বুধবার | ২২ জানুয়ারী, ২০২৫

রাঙামাটির কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুছাইন চৌধুরীসহ গ্রেপ্তার ২

প্রকাশঃ ২১ জানুয়ারী, ২০২৫ ০৮:০১:৫৫ | আপডেটঃ ২২ জানুয়ারী, ২০২৫ ১০:২২:২৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা নাশকতা, ভাঙচুরের অভিযোগে  রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় মো. জুনায়েদ হোসেন (২৫) নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যানপাড়ার মৃত সুইচাহ্লা মারমার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, গ্রেপ্তার কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা নাশকতা, ভাঙচুর করাসহ অরাজকতা সৃষ্টি এতে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে।

 

কাপ্তাই থানার ওসি (তদন্ত) ওলি উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অংসুইছাইন চৌধুরীকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাঙামাটির আদালতে সোপর্দ করার পর কারাগারে প্রেরণ করা হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions