পদ ফিরে পেলেন সাবেক মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলাম ভুট্টো
প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২৫ ০৯:২৬:৩৩
| আপডেটঃ ২৩ জানুয়ারী, ২০২৫ ১২:৫৪:৩৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের বিরুদ্ধে 'পদ বাণিজ্যের' অভিযোগ করে দলীয় পদ হারানো রাঙামাটি জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টোর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে জানানো হয়েছে, সাইফুল ইসলাম ভুট্টোর আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো তাকে।
চিঠিতে জানানো হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সাইফুল ইসলাম ভুট্টোকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে আজ ২২ জানুয়ারি (বুধবার) তারিখে নির্দেশক্রমে তাঁর বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
চিঠিতে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের যাতে পুনরাবৃত্তি না হয়; সে জন্য রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টোকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম ভুট্টো রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র। জেলা বিএনপির রাজনীতিতে ভুট্টো কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের অনুসারী হিসেবে পরিচিত হলেও রাজনীতিতে তার আলাদা বলয় রয়েছে। গণমাধ্যমসহ দলীয় ফোরামের বাহিরেও দলের নেতাদের নিয়ে খোলামেলা আলাপ করায় 'ঠোঁটকাটা' হিসেবে পরিচিত তিনি। কয়েক মাস আগে বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীমের বিরুদ্ধে 'পদ বাণিজ্যের' অভিযোগ করে পদ হারানা সাইফুল ইসলাম ভুট্টো।