প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২৫ ০৫:৪৬:০২
| আপডেটঃ ২৩ জানুয়ারী, ২০২৫ ১০:৩৯:০৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের দুর্গম থানচি উপজেলার উষামং হেডম্যান পাড়া এলাকায় অবৈধভাবে ইটভাটা তৈরি করে ইট প্রস্তুুত ও বনের কাঠ সংগ্রহ করে লাকড়ি হিসেবে ব্যবহারের অপরাধে সাংগু ব্রিকস নামে এক ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে থানচি উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
এসময় অভিযানে সাংগু ব্রিকস নামে ইটভাটাটিতে অবৈধভাবে ইট প্রস্তুুত করা ও বনের কাঠ সংগ্রহ করে লাকড়ি হিসেবে ব্যবহারের অপরাধে ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ইটভাটার মালিককে ৩লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা নগদ আদায় করা হয়। এসময় বনের কাঠ সংগ্রহ করে ইটভাটায় লাকড়ি হিসেবে ব্যবহারের উদ্যোশে মজুদ রাখা ৫৫০ ঘনফুট কাঠ জব্দ করে বন বিভাগের কর্মকর্তারা।
অভিযানে ইটভাটাটিতে প্রস্তুুতকৃত সকল ইট পানি ছিটিয়ে নষ্ট করে দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিব হাসান চৌধুরী।
এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, বন বিভাগের থানচি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান টগরসহ উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের বিভিন্ন কর্মচারী এবং পুলিশ,আনসার , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: এর আগে গত ১৪ জানুয়ারী ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে সাংগু ব্রিকসকে এক লক্ষ টাকা জরিমানা করেছিল এবং ইটভাটায় অবৈধভাবে প্রস্তুুতকৃত ইটগুলো বিনষ্ট করেছিল।