প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৫ ০৫:০৮:০৯
| আপডেটঃ ১৯ জানুয়ারী, ২০২৫ ১২:২১:৩৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় একটি ট্রাকের সাথে মোটর সাইকেলে সংঘর্ষে দূর্ঘটনায় নিহত হয়েছে ৩যুবক।
স্থানীয় সুত্রে জানা যায়, ১৮জানুয়ারী (শনিবার) দুপুর ১২টা নাগাদ কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে আলীকদম সদরে মোটর সাইকেল যোগে যাচ্ছিলেন মো.বেলাল (৩০), মো.ছৈয়দ আমিন(১৮), মো. মিনহাজ (১৮) ৩যুবক। নিহত ৩জন যুবকই আলীকদম উপজেলার বাজারপাড়ার বাসিন্দা।
পথে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় মোটর সাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক গাড়ীর সাথে মোটর সাইকেলটির সংর্ঘস হয় আর এতে মোটর সাইকেল চালক ও ২ আরোহী সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়।
এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ৩জনের লাশ উদ্ধার করে এবং স্থানীয়রা ট্রাকটিকে আটক করে।
ঘটনার সত্যাতা নিশ্চিত করে আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশান অফিসার মো.হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ৩জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে । ঘটনাস্থল থেকে একটি দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল উদ্ধার এবং একটি ট্রাক আটক করা হয়েছে।