মঙ্গলবার | ০৩ ডিসেম্বর, ২০২৪

জাতীয় যুব দিবসে লংগদুতে আলোচনা সভা ও ঋণ বিতরণ

প্রকাশঃ ০১ নভেম্বর, ২০২১ ১১:৩৯:৪৮ | আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ ০৭:২১:১৬
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১ নভেম্বর) লংগদু উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে এক আলোচনা সভা ও ৩০ জন যুবক-যুবতীর মাঝে ১২ হাজার টাকা করে ঋণ বিতরণ করা হয়েছে। লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল আবেদীন এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশীষ কর্মকার, উপজেলা শিক্ষা অফিসার এমকে ইমাম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাদিম প্রমুখ।
সারা দেশ |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions