প্রকাশঃ ০৩ ডিসেম্বর, ২০২৪ ০৫:৩৮:২১
| আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০২:০৬:৩৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি পৌরসভার সামনের খোলা মাঠে ফুলের বাগানের নামে খেলার মাঠ বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি পৌরবাসীর ব্যানারে পৌরসভার প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপি এই কর্মসূচী পালন করা হয়।
রাঙামাটি পৌরসভার সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ন সম্পাদক মাহবুবুল বাসেত অপু, জেলা জাসাসেস সভাপতি মোঃ কামাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, শ্রমিক দলের সিনিয়র সহ রবিউল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, এই পৌর মাঠে আমাদের প্রাণের মাঠ। পৌর এলাকার ৭নং ওয়ার্ডে কোন মাঠ নেই। তাই এই পৌর মাঠে এলাকার ছোট ছেলে-মেয়েরা খেলাধুলা করে থাকে। ফুলের বাগান করার নামে এই মাঠ দখল করার ষড়যন্ত্র করা হচ্ছে। যদি এক সপ্তাহের মধ্যে কাজ বন্ধ করা না হয় তা হলে বিক্ষোভ মিছিলসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
এসময় বক্তারা আরো বলেন, পৌরসভার এই খোলাস্থানটিতে শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকান্ড হয়ে থাকে। একই সাথে বিকেলে এই এলাকাসহ আশেপাশের শিশুরা এই মাঠে খেলাধুলা করে থাকে। পৌরসভার প্রশাসক জনগুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে জনবিরোধী কাজে লিপ্ত হয়েছেন।