বুধবার | ০৪ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটি‌তে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

প্রকাশঃ ০২ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৩:৫৯ | আপডেটঃ ০৪ ডিসেম্বর, ২০২৪ ০১:৪৮:২১

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আলু, পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অস্বাস্থ্যকর ভোজ্য তেল বিক্রির প্রতিবাদে  ক্যাব রাঙামাটি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার বেলা ১১ ঘটিকায় রাঙামাটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।

 

ক্যাব রাঙামাটির সাধারণ সম্পাদক নিরুজ্জামান মহসীন রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মাইনুদ্দিন মিন্টু, সাংবাদিক মোঃ হান্নানআল হাছনাইন নুরানী মাদ্রাসার রিচালক হাফেজ মিজানুর রহমান, শিক্ষক মিলন বড়ুয়া লেদু প্রমূখ  

 

বক্তারা লেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের মূল্যবৃদ্ধিই সাধারণ ভোক্তাদের জীবন অতিষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। অসাধু মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজিতে সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী, যা জনজীবনে অত্যন্ত চাপ সৃষ্টি করছে। এছাড়া বর্তমানে যে প্লাস্টিক ড্রামগুলোতে ভোজ্যতেল বহন করা হয় সে ড্রামগুলো ফুড- গ্রেড নয় এবং স্বাস্থ্যের জন্য অনিরাপদ। তাই ক্ষতিকারক ভোজ্যতেলসহ ওই প্লাস্টিক ড্রামগুলো নিষিদ্ধ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যনিয়ন্ত্রন করার দাবী জানান বক্তারা।

 

উক্ত মানববন্ধনে বিভিন্ন সামাজিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা ধিকার সংরক্ষন অধিদপ্তরের রিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions