সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ এর আয়োজনে উপজেলা ভিত্তিক ভলিবল টূর্ণামেন্ট ২০২৫ এর দ্বীতিয় পর্বের খেলা উদ্বোধন করা হয়েছে। সকালে রোয়াংছড়ি শিশুপার্ক মাঠে খেলার উদ্বোধন করেন রোয়াংছড়ি সাব জোন কমান্ডার মেজর এসএম ইয়াছিন আজিজ।
এসময় রোয়াংছড়ি প্রেস ক্লাবের সভাপতি চহ্লামং মার্মা, মংপু মাষ্টারসহ সম্মিলিত ক্রীড়া পরিষদ এর সিনিয়র সহ- সভাপতি রফিকুল আলম, সহ- সভাপতি নিনি প্রূ, রাজেশ দাশ, নির্বাহী সদস্য উক্যসিং, মো. ইমতিয়াজ, প্রিয়তোষ দে প্রমুখ উপস্থিত ছিলেন।
রোয়াংছড়ি জোনে অংশ নিচ্ছে স্বাগতিক রোয়াংছড়ি, বান্দরবান সদরসহ রুমা উপজেলার ৫ টি দল। এর আগে গত ২২ জানুয়ারী আলীকদম পর্বে লামা, নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও থানচি উপজেলার ৬ টি ভলিবল টিম অংশ নেয়।
আগামি ২৮ জানুয়ারী টৃুর্ণামেন্ট এর ফাইনাল ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।