সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বর্ণাঢ্য অনুষ্ঠান মালার মধ্যদিয়ে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- এর ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের। রোববার সকালে এ উপলক্ষে জেলা সদরের স্বনির্ভরস্থ ব্যাটালিয়ন সদর দপ্তরে অধিনায়কের দরবার, পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠিত হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন এসব অনুষ্ঠানের নেতৃত্ব দেন।
এরপর দুপুর ১ টায় ৩২ বিজিবির প্রশিক্ষণ মাঠে প্রীতিভোজ ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহাপরিচালকের শুভেচ্ছা স্মারক হিসেবে কেক কেটে আনন্দ ভাগাভাগি করা হয়। খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, সেনাবাহিনী, বিজিবি, বিভিন্ন সামরিক বেসামরিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।