সোমবার | ২৭ জানুয়ারী, ২০২৫

রাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ভোলকান ক্লাব চ্যাম্পিয়ন

প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৫ ১০:২০:২৮ | আপডেটঃ ২৭ জানুয়ারী, ২০২৫ ০৭:৫৭:৪৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে ভোলকান ক্লাব।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান, এডব্লিউসি,এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মাহাতাব খান, রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম সহ উপস্থিত ছিলেন। 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইনিংসে ব্যাট করতে নেমে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ  নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে।  দ্বিতীয় ইনিংসে খেলতে  নেমে ভোলকান ক্লাব  ১৯ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান করে জয়ের লক্ষে পৌছে যায়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions