আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন
প্রকাশঃ ২৬ জানুয়ারী, ২০২৫ ১০:১৭:২২
| আপডেটঃ ২৭ জানুয়ারী, ২০২৫ ০৭:০৫:৫৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি জেলা। জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত সহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ নিতে ১২ টি সুপারিশ প্রস্তাব তুলে ধরা হয়েছে এ মানববন্ধন থেকে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রথমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি দেশব্যাপী এ দিবসটি উদযাপন করে।
ক্লিন এনার্জি : টেকসই ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে আজ (২৬ জানুয়ারি) সাড়ে দশটায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে 'জীবাশ্ম জ্বালানিকে না বলুন', 'জ্বালানি খাতের শুদ্ধাচার নিশ্চিত করুন এখনই', 'সুশাসন ও টেকসই উন্নয়নের জন্য চাই নবায়নযোগ্য জ্বালানি' ও 'সমৃদ্ধ আগামীর লক্ষ্যে ক্লিন এনার্জি' ইত্যাদি দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহনকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি সনাক সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা, টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুষ্মিতা চাকমা, ছাত্র প্রতিনিধি ইমাম হোসাইন, অঞ্জুলিকা খীসা, অমলেন্দু হাওলাদার প্রমুখ।