নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লামায় ১৭ বসতঘরে আগুনের ঘটনায় থানায় ৪ আসামী আটক সা'দপন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। টঙ্গীর ইজতেমা মাঠে নৈরাজ্য শাস্তিকারী সা'দপন্থীদের গ্রেফতার, বিচার ও নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ওলামায়ে কেরাম, তাবলীগ সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা, গেল ১৮ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমার মাঠে সা'দপন্থীদের নৈক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান। পাশাপাশি কুরআন, নবী ও সাহাবীদের সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে ইসলাম নিয়ে বিভ্রান্ত সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে কঠোর হওয়ার অনুরোধ জানান।
মানববন্ধন শেষে, জেলা প্রশাসকের মাধ্যমে টঙ্গী ইজতেমার মাঠে হামলাকারীদের গ্রেফতার, শাস্তি প্রদান ও নিষিদ্ধ করা মত ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় প্রধান উপদেষ্টা বরাবরে।
মানববন্ধনে কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন অন্যান্যের মাঝে বক্তৃতা করেন।