শুক্রবার | ২৭ ডিসেম্বর, ২০২৪

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণ নাশের হুমকি

প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ ০২:৫৪:৫০ | আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ ০৫:০৭:৪৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। 
বুধবার (২৫ ডিসেম্বর) মোবাইলে এই হুমকি দেন অটল বাবু নামের এক ব্যক্তি, এই ঘটনার পর বান্দরবান সদর থানায় এক সাধারণ ডায়েরি করেন চেয়ারম্যান থানজামা লুসাই।

অধ্যাপক থানজামা লুসাই জানান, তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতের কথা বিবেচনা করে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। চেয়ারম্যান থানজামা লুসাই আরো জানান, অটল বাবু নামের এক ব্যক্তি তার কাছ থেকে অর্থ দাবি করে এবং না দিলে ক্ষতি করবে বলে মোবাইলে হুমকি দেয়।

এদিকে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই একটি সাধারণ ডায়েরি করেছেন। প্রাণনাশের হুমকি সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি থানায় অন্তর্ভুক্ত হয়েছে, এ বিষয়ে পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রসঙ্গত: আওয়ামীলীগ সরকারের পতনের পর বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা আত্মগোপনে চলে যাওয়ার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যপদ শূন্য থাকার পর অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে অধ্যাপক থানজামা লুসাইকে  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়,আর ১১নভেম্বর শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক থানজামা লুসাই।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions