রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪

মহালছড়িতে “বিজয় দিবস ২০২৪ উদযাপনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫৬:৩৪ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৯:১৬:১৬

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)।  খাগড়াছড়ির মহালছড়ি জোন এর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে একটি "প্রীতি ফুটবল ম্যাচ" অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর দুপুর ৩ ঘটিকায় মহালছড়ি এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল শাহ্‌রিয়ার সাফকাত ভূঁইয়া, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অধিনায়ক, ৬ এপিবিএন।


এছাড়াও, মহালছড়ি জোনের সকল অফিসার ও এপিবিএন অফিসারবৃন্দ, সাংবাদিকগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং অন্যান্য স্থানীয়  ব্যক্তিবর্গসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে এই প্রীতি ম্যাচটি উপভোগ করেন। মহালছড়ি জোন একাদশ বনাম মহালছড়ি একাদশ এর মধ্যেকার প্রীতি ম্যাচ ১-১ গোলে সমাপ্ত হলে জোন অধিনায়ক উভয় দলকে আর্থিক পুরস্কার প্রদান করেন।


এই আয়োজনটির উদ্দেশ্য ছিলো বিজয় দিবসের গুরুত্ব ও মহান স্বাধীনতার চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া। পাশাপাশি এ ধরনের আয়োজন পার্বত্য চট্টগ্রামের সকল  জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনে সহায়ক হবে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখবে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions