শনিবার | ২১ ডিসেম্বর, ২০২৪

এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন ও বৈসাবি ছুটির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩২:১৩ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৭:২৪:৪২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। ২০২৫ সালের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় ও ইংরেজি ১ম পত্রের রুটিন পরিবর্তন এবং বৈসাবি ছুটির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে।

 বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনের সড়কে পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার বাংলা ২য় পত্রের দিন ১৩ এপ্রিল চাকমা সম্প্রদায়ের মূলবিজু ও ১৫ এপ্রিল ইংরেজি ১ম পত্রের দিন মারমা, ত্রিপুরাসহ অন্য সম্প্রদায়ের সামাজিক উৎসব রয়েছে। এ সময়ে পরীক্ষা হলে পরীক্ষার্থীসহ পুরো পরিবার উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে। তাই দ্রুত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি করছেন পাহাড় ও সমতলের পাহাড়ী জাতিগোষ্ঠীরা। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৫ দিন বৈসাবি ছুটি ঘোষণার দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের কাছে শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions