শনিবার | ২১ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়ির আলুটিলাতে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

প্রকাশঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩০:৫৩ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৯:৫২:৩১

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি সদরের আলুটিলা এলাকায় পর্যটকবাহী বাস উল্টে নারী-শিশুসহ  ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে আলুটিলা পুনর্বাসন এলাকায় দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার পর পর আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মী স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন। 

 

বাসে থাকা যাত্রীরা জানান, ঢাকার একটি ট্যুরিস্ট অপারেটিং গ্রুপের মাধ্যমে সাজেক বেড়াতে যাচ্ছিলেন সবাই। আলুটিলা এলাকায় পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সময় হতাহতের ঘটনা ঘটে। 

 

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পী চাকমা জানান, হতাহতদের মধ্যে মাথা, হাত পায়ে প্রেক্সার হয়েছে। সবাই আশঙ্কামুক্ত। স্বজনদের অনুরোধে চিকিৎসাধীন সবাইকে রিলিজ দেয়া হয়েছে।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন জানান, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ সড়কে যান চলাচল বন্ধ ছিল। বাস সরিয়ে নেয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions