রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা খাগড়াছড়ির দীঘিনালায় রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ শনিবার (২৭ জুলাই ২০২৪) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অংগ্য মারমা ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘আজ ভোররাত ৪টার সময় মুখোশ ও সংস্কারবাদী (জেএসএস)-এর ৭/৮ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী হাঙেরিমা ছড়া গ্রামে (শান্তি বিকাশ কার্বারী পাড়া) গিয়ে ইউপিডিএফ সদস্য জুনেল চাকমাকে (৩১) গুলি করে হত্যা করে। এ সময় তিনি সাংগঠনিক কাজ শেষে ললিত চাকমা নামে একজনের বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন’।
হত্যার শিকার হওয়া জুনেল চাকমা দীঘিনালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে। তিনি কবাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন।
জুনেল চাকমাকে হত্যার পর সন্ত্রাসীরা দীঘিনালা সদরের দিকে চলে যায় বলে গ্রামবাসীদের বরাত দিয়ে অংগ্য মারমা বলেন, সন্ত্রাসীদের মধ্যে মুখোশ সন্ত্রাসী ক্লিনটন চাকমা এবং সংস্কারবাদী সন্ত্রাসী চিক্কো ও শান্তি চাকমাকে গ্রামবাসীরা চিনতে পেরেছেন।
তিনি উক্ত হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।