খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড় কাটার দায়ে দেড় লাখ টাকা অর্থদণ্ড লংগদুতে জুলাই- আগষ্ট বিপ্লবে আহত ছাত্রকে জামায়াতের সহায়তা খুব শিগগরই দেশে কুরআনের বিপ্লব হবে: আমির আব্দুল আলীম জোর পূর্বক গ্রাহকদের প্রিপেইড মিটার প্রদান বন্ধসহ ১৬দফা দাবিতে সুজনের স্বারকলিপি রাঙামাটির বরকলে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জুরাছড়ি উপজেলায় নিম্ন অঞ্চলে প্লাবিত বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ বিশুদ্ধকরণ সামগ্রী বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে পাহাড়ী ঢলে নিম্ন অঞ্চলে প্লাবিত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পানি বিশুদ্ধকরণ ঔষধ, হাইজিন কিট,জেরিক্যান ও সচেতনতা মূলক প্রচারনা লিফলেট বিতরণ করা হয়।
শুক্রবার(৬ সেপ্টেম্বর) উপজেলা মৈদং ইউনিয়নের শীলছড়ি, জুরাছড়ি ইউনিয়নের আমতুলী, মধ্য বালুখালী ও উপজেলা সদরের হাসপাতাল এলাকায়, বনযোগীছড়া ইউনিয়নের বড়ইতলী, চকপতিঘাট গ্রামে এসব বিতরণ করেন উপজেলা উপসহকারী জনস্বার্থ প্রকৌশলী রকি দে। এ সময় হাইজিন কীট ৩০টি বক্স,জেরিকেন ১০০ টি, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ১৫ হাজার, ব্লিচিং পাউডার ৫০ কেজি বিতরণ করা হয়।
এছাড়া নষ্ট নলকূপ মেরামত ও পানি বিশুদ্ধ করণের কাজ করা হয়। এ সময় মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুর্জন সিংহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।