নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র পরিচালনা কমিটি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক কৃষাণীদেরকে বিনামূল্যে বিভিন্ন সবজি'র প্রায় দশ হাজার চারা বিতরণ করছেন খাগড়াছড়ি কৃষি অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জের বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামারের পরিচালক মাহবুব হোসেন পলাশ।
আজ সকালে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অধিদপ্তরের কনফারেন্স হলে জেলার কয়েক শতাধিক পাহাড়ি বাঙালি কৃষক কৃষাণীদের এসব সবজির চারা বিতরণ করেন খাগড়াছড়ি কৃষি অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বাছিরুল আলম।
এসময় সিরাজগঞ্জের বিরল বৃক্ষ ও নবান্ন কৃষি খামারের পরিচালক মাহবুবুবুল ইসলাম পলাশ'সহ খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা উপস্থিত ছিলেন। প্রায় দশ হাজার সবজির চারার মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া,বেগুন,কাঁচা মরিচ,লাউ'সহ বিভিন্ন শীতকালীন সবজি চারাগাছ।
এবারের ভয়াবহ বন্যায় খাগড়াছড়ি জেলায় প্রায় তের হাজার কৃষক কৃষাণীর কৃষি ক্ষেত ও বীজতলা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।