শনিবার | ২৫ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা

প্রকাশঃ ২৯ মে, ২০২৪ ০২:২৫:৩৮ | আপডেটঃ ২১ জানুয়ারী, ২০২৫ ০৩:১৫:২৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে সেনাবাহিনী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ সহায়তা প্রদান করেছে। বুধবার সকাল ৮টায় রাঙামাটি রিজিয়নে প্রান্তিক হলের মাঠে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এ সহায়তা তুলে দেন।

এসময় তিনি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও বাঙালী পরিবারকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৪টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ৪ বান ঢেউ টিন, মাদ্রাসার জন্য ০৩টি ফ্যান এবং দুস্থ ব্যক্তিকে চিকিৎসায় এক লাখ ২৬হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, পার্বত্যাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার পাশপাশি দরিদ্র জনগোষ্ঠীদের পাশে দাঁড়িছে সেনাবাহিনী। রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সেনাবাহিনী কাজ করছে। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় মেজর তাজদিক বিন নজরুলসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions