শনিবার | ২৫ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে ৩য় ধাপে ২টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলছে

প্রকাশঃ ২৯ মে, ২০২৪ ১২:৪৬:৩৮ | আপডেটঃ ২১ জানুয়ারী, ২০২৫ ০৩:১৫:২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটিতে ৩য় ধাপে ২টি উপজেলা লংগদু এবং নানিয়ারচরে নির্বাচন  চলছে। আজ সকাল থেকে ভোট দিতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে শুরু করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্ধীতা করছেন।

লংগদু উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬১হাজার ২৬৩জন এবং নানিয়ারচর উপজেলায় মোট ভোটার  সংখ্যা ৩৮হাজার ৬৮৯জন। 

নির্বাচন সুষ্ঠু ভাবে শেষ করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল মোতায়েন রয়েছে।

এর আগে ৩য় ধাপে জেলার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমাল’র এর প্রভাবের কারণে বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions