শনিবার | ২৫ জানুয়ারী, ২০২৫

রাঙামাটির লংগদুরের ২৩ ভোট কেন্দ্রে পৌঁছানো হলো নির্বাচনী সরঞ্জাম

প্রকাশঃ ২৮ মে, ২০২৪ ০৮:১২:২৬ | আপডেটঃ ২৪ জানুয়ারী, ২০২৫ ১০:০৮:৩১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আগামীকাল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের রায়ামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার ৭টি ইউনিয়নের ২৩টি ভোট কেন্দ্রে নির্বাচনী সকল সরঞ্জাম হস্তান্তর করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বুলবুল আহমেদ।

এসময় প্রতিনি কেন্দ্রের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার সহ আনসার সদস্যরা কেন্দ্রে সরঞ্জামাদি নিয়ে যান। এতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা সহযোগিতা করেন।

লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, সকালে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে দুপুরে হস্তান্তর করা হয়েছে। তবে ২৩টি কেন্দ্রের মধ্যে এখনো কোনো কেন্দ্র ঝুকিপূর্ণ ঘোষণা হয়নি।

লংগদুতে এবার চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ভোটার রয়েছেন ৬১হাজার ২৬৩জন। এরমধ্যে পুরুষ ৩১হাজার ৮৭৭ ও মহিলা ২৯হাজার ৩৮৬জন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions