মাজারে হামলা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ৮দফা দাবি শিক্ষার্থী তানজিনের চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা ওয়াদুদ ভূইয়ার সড়ক নির্মাণে 'রিফ এন্টারপ্রাইজ'এর অনিয়মের তদন্তের দাবীতে মানববন্ধন সবার জন্য গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব: হাসনাত আবদুল্লাহ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি । জেলার দুই সংবাদ কর্মীকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান নিজ কার্যালয়ে অসুস্থ এই দুই সাংবাদিকের কাছে কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর করেন।
অসুস্থ ও দুস্থ ক্যাটাগরিতে চেক পাওয়া দুই সাংবাদিকরা হলেন,রাঙামাটি প্রেসক্লাব সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল ও লংগদু উপজেলা প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক মুছা। দুজনের মধ্যে সাখাওয়াত হোসেন রুবেলকে ১ লাখ টাকা ও ওমর ফারুক মুছাকে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। অসুস্থ, অসচ্ছল ও দুস্থ সাংবাদিক ক্যাটাগরিতে রাঙামাটির দুই সাংবাদিককে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই অনুদান প্রদান করা হয়।
এ সময় রাঙামাটি প্রেসক্লাব এর সাধারণ আনোয়ার আল হক ও লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরমান খান উপস্থিত ছিলেন।