আদালতের এজলাসে ২ আইনজীবীর বাকবিতন্ডা, আইনজীবীর চেম্বারে হামলার অভিযোগ সাফ চ্যাম্পিয়নশীপ বিজয়ী মনিকাকে সেনাবাহিনীর সংবর্ধনা বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ৪জন সচেতনতা তৈরিতে রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহের উদ্বোধন জেলা পরিষদে বঞ্চিত' ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেটের ২০২২ সালের বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির রাঙামাটি জেলা প্রতিনিধি প্রান্ত রনি। রোববার (১১) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সারাবাংলা কার্যালয়ে সেরা প্রতিনিধির পুরষ্কার গ্রহণ করেন তিনি।
পুরষ্কার বিতরণকালে উপস্থিত ছিলেন- সারাবাংলা ডটনেটের প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তাফিজ, মহাব্যবস্থাপক মিয়া ফয়সাল হাসান, স্পেশাল করেসপন্ডেন্ট গোলাম সামদানী ও সিনিয়র করেসপন্ডেন্ট উজ্জ্বল জিসানসহ আরও অনেকেই।
২০২২ সালের প্রতিবেদনের ওপর ভিত্তি করে জেলা প্রতিনিধি বিভাগে মনোনয়ন পান রাঙামাটি প্রতিনিধি প্রান্ত রনি, কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু ও সিরাজগঞ্জ প্রতিনিধি রানা আহমেদ। তিনজনের মধ্যে সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন রাঙামাটির প্রান্ত রনি।
এর আগে, ১৪ মার্চ (মঙ্গলবার) রাজধানীর সেগুনবাগিচায় সারাবাংলা ডটনেট কার্যালয়ে এক অনুষ্ঠানে সেরা পাঁচ কর্মীকে পুরস্কৃত করেছে দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট। ২০২২ সালে করা বিভিন্ন প্রতিবেদনের ওপর ভিত্তি করে সেরা প্রতিবেদক, সম্পাদনা, কন্টেন্ট ক্রিয়েটর, জেলা প্রতিনিধি ও সাধারণ বিভাগে সেরা পাঁচ কর্মীকে নির্বাচন করা হয়।
জেলা প্রতিনিধি ছাড়া অন্য চার ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন- সেরা প্রতিবেদক সিনিয়র করেসপন্ডেন্ট উজ্জ্বল হোসেন জিসান, সেরা নিউজরুম এডিটর নূর মোহাম্মদ সুমন, সেরা কন্টেন্ট ক্রিয়েটর ভিজ্যুয়াল করেসপন্ডেন্ট সেতু পোদ্দার ও সাধারণ বিভাগে সারাবাংলার সহকারী ব্যবস্থাপক (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স) স্বপ্না বিশ্বাস। ওই অনুষ্ঠানে সেরা প্রতিনিধি ছাড়া অন্য পুরস্কৃতদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মূর্তজা পাপ্পা, দৈনিক সারাবাংলা ও সারাবাংলা ডটনেটের প্রকাশক বদরুল আলম খান, ব্যবস্থাপনা সম্পাদক এএসএম রফিক উল্লাহ প্রমুখ।