বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪
তৃণমূল সাংবাদিকতায় অবদানের জন্য

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাচ্ছেন একেএম মকছুদ আহমেদ

প্রকাশঃ ২৮ মে, ২০২২ ০৭:৩৭:৫৯ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ০২:১৩:৩০

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। তৃণমূল সাংবাদিকতায় অবদানের জন্য বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পাচ্ছেন প্রবীণ সাংবাদিক ও  রাঙামাটি থেকে প্রকাশিত দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ।  দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ মিডিয়া গ্রুপ আয়োজনে ৫টি ক্যাটাগরিতে ১১জন অনুসন্ধানী সাংবাদিককে এবং তৃণমূল সাংবাদিকতায় অবদানের জন্য প্রতি জেলা থেকে একজন করে মোট ৬৪জন গুণী সাংবাদিককে সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে। সে তালিকায় স্থান পেয়েছেন রাঙামাটি জেলা থেকে একেএম মকছুদ আহমেদ।


আগামী ৩০মে ২০২১ ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তে সন্ধ্যা ৭টায় এই সম্মাননা দেওয়া হবে। 

পাহাড়ের প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে বসুন্ধরা গ্রুপের পক্ষে বসুন্ধরা মিডিয়া  আওয়ার্ড ২০২১ প্রদান জন্য মনোনীত করায় রাঙামাটি সংসদ সদস্য খাদ্যে মন্ত্রণায়ণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  দীপংকর তালুকদারপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীরাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক হিল নিউজের সম্পাদক মোহাম্মদ সোলায়মান, স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এসএম জামাল উদ্দিন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি মো. দুলাল মিয়া, ওয়ার্ল্ড পীর্স এন্ড হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট  লায়েন এ্যাড. এম মজিত ও পাহাড়ে জনপ্রিয় অনলাইন সিএইচটি টুডে ডট কম এর সম্পাদক ফজলুর রহমান রাজন   অভিনন্দন জানিয়েছেন

মিডিয়া |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions