প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০২১ ০৬:৫৪:১৮
| আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ ০৪:৪০:৩৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খন্ডকালীন সদস্য হিসেবে ২ (দুই) বছরের জন্য মনোনীত হয়েছেন।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খন্ডকালীন সদস্য মনোনীত হওয়ায় ভাইস-চ্যান্সেলরকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।