মাজারে হামলা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ৮দফা দাবি শিক্ষার্থী তানজিনের চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা ওয়াদুদ ভূইয়ার সড়ক নির্মাণে 'রিফ এন্টারপ্রাইজ'এর অনিয়মের তদন্তের দাবীতে মানববন্ধন সবার জন্য গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নিশ্চিত করা এই সরকারের দায়িত্ব: হাসনাত আবদুল্লাহ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ সোমবার ৩০ মে সকাল ১০টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "রাবিপ্রবি টেকনোলজিকাল ফেস্টিভল-২০২২" উদ্বোধন করেন রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
টেকনোলজিকাল ফেস্টিভল উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দীপংকর তালুকদার একাডেমিক ভবনে এসে শেষ হয়। র্যালী শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর "রাবিপ্রবি টেকনোলজিকাল ফেস্টিভল-২০২২" উদ্বোধন করেন রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
টেকনোলজিকাল ফেস্টিভলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা, রাবিপ্রবি টেকনোলজিকাল ফেস্টিভল-২০২২" এর আহবায়ক ও রাবিপ্রবি সিএসই বিভাগের সহকারী অধ্যাপক তানজিম মাহমুদ, রাবিপ্রবি টেকনোলজিকাল ফেস্টিভল-২০২২" আয়োজক কমিটির বিভিন্ন ইভেন্টের শিক্ষক ও সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।