শনিবার | ২১ ডিসেম্বর, ২০২৪

রাবিপ্রবিতে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২১ ০৭:২৩:০১ | আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ ০৩:৪৮:৩৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে আজ ২৪ অক্টোবর ২০২১ রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী “বি” ইউনিটের এঝঞ গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।   

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে “বি” ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষসমূহ পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অঞ্জন কুমার চাকমা কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

পরীক্ষার হলসমূহ পরিদর্শন শেষে উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions