বিজয় দিবস ঘিরে এনসিটিএফ’র চিত্রাংকন প্রতিযোগিতা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বড় দিন উপলক্ষে দূর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পার্বত্য চট্টগ্রাম থেকে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে : এড: এয়াকুব আলী চৌধুরী বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি।) রাঙামাটির বাঘাইছড়িতে চৌমুহনী মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সভা ও ত্রি-বার্ষিক কমিটি গঠন হয়েছে। সভাপতির দায়িত্বে নিজাম উদ্দিন বাবু, সাধারন সম্পাদকের দায়িত্বে নাহিদুল আলম, সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে নুর কবির এবং কোষাধ্যক্ষ দায়িত্বে আবুল বশর।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাজী মুন্সি মিয়া মার্কেটে সাধারণ সভায় সভাপতিত্ব করেন মার্কেট পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সভায় পূর্ববর্তী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ সহ অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী মোঃ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মিলন ধর, এছাড়া বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করেন ব্যবসায়ীরা, বিগত কমিটির আয় ব্যয় সংক্রান্ত বিষয় তুলে ধরেন কোষাধ্যক্ষ আবুল বশর।
পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটির বিষয়ে শাহজাহান চৌধুরী সভাপতি হিসেবে নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক হিসেবে নাহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক হিসেবে নুর কবির ও কোষাধ্যক্ষ হিসেবে আবুল বশরের নাম প্রস্তাব করেন এবং উপস্থিত ব্যবসায়ীরা সম্মতি প্রকাশ করেন, আগামী কার্যকরী সভার আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করার অনুরোধ জানানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে।
নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক নাহিদুল আলম তার বক্তব্যে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন, প্রবীন ও নবীনদের সমন্বয়ে চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটি পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতি নিজাম উদ্দিন বাবু পূর্বের ন্যায় ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।