পার্বত্য চট্টগ্রাম থেকে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে : এড: এয়াকুব আলী চৌধুরী বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : শাকিল মরহুম রবিউল হক মেম্বার স্মৃতি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বাঘাইছড়ি চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক কমিটি গঠন
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বিভাগীয় কমিশনার চট্রগ্রাম থেকে প্রাপ্ত বিশেষ অনুদান থেকে বান্দরবানের বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীর ভর্তি, শিক্ষা-সামগ্রী ক্রয়, গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ই ডিসেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী , গরীব অসহায় ব্যক্তিকে সর্বমোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।
এসময় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী , গরীব ও অসহায় সাধারণ জনগণ উপস্থিত থেকে এই অনুদানের চেক গ্রহণ করেন।
অনুদানের চেক বিতরণকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবু তালেব, জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।