কেপিএম শিশু বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধণা
প্রকাশঃ ০৯ নভেম্বর, ২০১৯ ০৭:৩১:১০
| আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৭:০৩:৪১
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ের কেপিএম শিশু বিদ্যালয়ের আয়োজনে শনিবার কেপিআরসি মহিলা ক্লাবে উৎসবমুখর আয়োজনে বিদ্যালয়টির ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।
কেপিএম শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ নূর নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন, কর্ণফুলী পেপার মিল্স লি. এর মহা-ব্যবস্থাপক (অপারেশন) গোলাম সরোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ও কেপিএমের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সহ আরও অনেকে।
পরে ঝুলন দত্তের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিবাবক সহ বিপুল সংখ্যক দর্শকের আগমন ঘটে।