প্রকাশঃ ২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০৮:২২
| আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ০১:২৯:৩৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০১৯ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য দিনব্যাপী পেশাদারী উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ ঘটিকায় রাবিপ্রবি’র অস্থায়ী ক্যাম্পাসের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গবেষণা প্রস্তাবনা লিখন, অর্থ যোগান এর জন্য প্রস্তাবনা প্রস্তুতকরণ, কার্যোপযোগী গবেষণা ও প্রকাশনা বিষয়ে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট এর প্রফেসর ড. মোজাহার আলী।
এছাড়াও রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান জনাব রনজ্যোতি চাকমা প্রশিক্ষণ প্রদান করেন।