রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪

বালাঘাটা বিলকিছ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ০৩ জুলাই, ২০১৯ ০২:৪৫:৫৩ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৬:৩৭:১০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান সদরের বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট  একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে জেলা সদরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মোঃ শামীম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের আবু, মোহাম্মদ আলী, বজলুল করিম চৌধুরী কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা রেজাউল করিম চৌধুরী, সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যা, প্রধান শিক্ষক শিবু কুমার ধর, সহকারি শিক্ষক মোঃ ইউছুপ আলী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক বলেই আজ পাহাড়ের শিক্ষার মান দিন দিন এগিয়ে যাচ্ছে।

এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই পার্বত্য এলাকা সহ দেশের শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions