শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
রাঙামাটিতে

প্রাথমিক শিক্ষা বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

প্রকাশঃ ১১ মার্চ, ২০১৯ ০১:১৩:১০ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০১:১০:১৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের সাংস্কৃতিক দলের উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (১১মার্চ) বিকেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংষ্কৃতিক ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিনয় চাকমা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্যঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ঝড়ে পরা রোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৃগোষ্ঠী শিশুদের জন্য পাঠ্যবই প্রদান করছে। তাই সাধারন বইয়ের পাশাপাশি নৃগোষ্ঠীদের মার্তৃভাষার বই চর্চায় শিক্ষা প্রদান করতে হবে। এই সুযোগ সরকার আমাদের করে দিয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, পড়া লেখার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের  ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে একটি জাতির পরিচয় তার ভাষা ও সংস্কৃতি। শিক্ষা বিভাগের এই উদ্যেগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পার্বত্যঞ্চলের বসবাসরত জাতিগোষ্ঠীর রয়েছে নিজস্ব সাংস্কৃতি যা আগে থেকেই দেশে বিদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে শিশুদের সুস্ত প্রতিভা আরো বিকশিত হওয়ার সুযোগ পাবে। তিনি প্রাথমিক শিক্ষা বিভাগের এই কর্মকান্ডকে আরো বেগবান করতে সাংস্কৃতিক সরঞ্জাম ক্রয়ের জন্য পরিষদ হতে ২লক্ষ ৫০হাজার টাকা প্রদানের ঘোষনা দেন।
প্রাথমিক শিক্ষা বিভাগ হতে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক দল গঠন করা হবে বলে অনুষ্ঠানে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
পরে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions