প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০১৯ ০৭:৪৩:৪৮
| আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ১১:৩০:৪৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দুর্নীতি দমন কমিশনের উদ্যেগে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে অবস্থিত শহীদ আব্দুল আলী একাডেমীতে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। আজ সকালে বিদ্যালয়টির মাঠে শিক্ষা উপকরন বিতরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ আব্দুল আলী একাডেমীর প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, দুদকের রাঙামাটির উপ পরিচালক নাসির উদ্দিন আহম্মদ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতববর। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে অতিথিরা স্কুল ব্যাগ, কলম, চুনাচুরসহ শিক্ষা উপকরন বিতরন করেন।