বুধবার | ০৮ জানুয়ারী, ২০২৫
বান্দরবানের

লামায় পুলিশের অভিযানে চোরাই মালামাল ও বন্দুকসহ আটক ১

প্রকাশঃ ০৬ জানুয়ারী, ২০২৫ ০৮:৩৪:১১ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৫:১৩:১৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ১টি দেশীয় তৈরি বন্দুকসহ আটক করা হয় এক নারীকে। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুমারমারঝিরি বাসিন্দা নুরুল আমিনের বসতঘর থেকে মালামালসহ তাকে আটক করা হয়। আটক নারীর নাম বেবি আক্তার (৩৫)। তিনি কুমারমার ঝিরির বাসিন্দা নুরুল আমিনের স্ত্রী।

পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি ফালগুনী লেটেক্স রাবার বাগান থেকে একটি এক্সপার্ট সাবমারসিবল পাম্প ও কন্ট্রোল বক্স সহ অন্যান্য মালামাল চুরি হয়,এরপরে গত রবিবার (৫ জানুয়ারী) দুপুরে এ ঘটনার প্রতিকার চেয়ে বাগানের কেয়ারটেকার রিমন্ড রোয়াজা বাদী হয়ে লামা থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে বান্দরবান জেলার পুলিশ সুুপার মো. শহীদুল্লাহ কাওছারের দিক নির্দেশনায় তাৎক্ষনিক কুমারী পুলিশ ক্যাম্প ইনচার্জ জামিল আহমদের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে কুমারমার ঝিরিতে অভিযান চালায়। এ সময় পুলিশ নুরুল আমিনের বসতঘরে তল্লাশী চালিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে নুরুল আমিনের স্ত্রী বেবি আক্তার (৩৫) কে আটককরেন। পরে জিঙ্গাসাবাদের এক পর্যায়ে বেবি আক্তারের দেখানো মতে ঘর থেকে একটি দেশীয় তৈরি এক নলা বন্দুকও উদ্ধার করা হয়। এসময় বসতঘরের মালিক নুরুল আমিন পালিয়ে যায়। তবে অভিযোগ অস্বীকার করে আটককৃত বেবী আক্তার জানান, শত্রুতামুলক আমাকে ও আমার পরিবারের সদস্যদের ফাঁসানোর জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে এ নাটক সাজিয়েছেন প্রতিপক্ষ।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহাদাৎ হোসেন জানান, চুরি ও অস্ত্র উদ্ধার ঘটনায় আটককৃত বেবি আক্তার ও পলাতক নুরুল আমিনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনসহ অন্য অজ্ঞাতনামা আসামীদের আটকে অভিযান চলছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions