বুধবার | ০৮ জানুয়ারী, ২০২৫

সাজেক থেকে ফেরার পথে জিপ গাড়ি উল্টে নোবিপ্রবি ৫ শিক্ষার্থী আহত

প্রকাশঃ ০৭ জানুয়ারী, ২০২৫ ০৮:৪২:৪৯ | আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৭:০৮:২৭

সিএইচটি টুডে ডট কম,রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র থেকে ফেরার  পথে পর্যটকবাহী একটি জিপ গাড়ি উল্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছেমঙ্গলবার দুপুরে সাড়ে বারো টার দিকে এই ঘটনা ঘটেছে।


জানা গেছে, দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি উদ্দেশ্যে যাওয়ার পথে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র থেকে ৩ কিলোমিটার দূরে শিজক ছড়া নামক জায়গায়  একটি পর্যটকবাহী  জিপ গাড়ি 'চাকা ফেটে' উল্টে গিয়ে  খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ জন শিক্ষার্থী মাথা ফেটে  আহত হয়েছে।


ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি উদ্দেশ্যে ফেরার পথে সাজেক ভ্যালি থেকে ৩ কিলোমিটার দূরে শিজক ছড়া নামক এলাকায় একটি জিপ গাড়ি উল্টে গিয়ে ৫ জন শিক্ষার্থীর মাথা ফেটে  আহত হয়েছে। তারা সবাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী। আহতের উদ্ধার করে খাগড়াছড়ির সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক ভাবে সবার নাম পরিচয় জানা যায়নি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions