মঙ্গলবার | ০৭ জানুয়ারী, ২০২৫
জুরাছড়িতে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

মানবাধিকার লঙ্ঘন করে ক্ষমতায় ছিলো ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার : দীপু

প্রকাশঃ ০৫ জানুয়ারী, ২০২৫ ০৯:২৪:১৬ | আপডেটঃ ০৭ জানুয়ারী, ২০২৫ ০৭:১০:৫০
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি, (রাঙামাটি)। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে দেশে লুটপাট, নির্বিচারে হত্যা, গুমের মতোই ঘটনা ঘটিয়ে মানবাধিকার লঙ্ঘন করে ছিল। দেশের গণতন্ত্রকে বাকরুদ্ধ করে রেখেছে দীর্ঘ সতেরটি বছর।

রবিবার (০৫ জানুয়ারি) রাঙামাটি জুরাছড়ি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) অঙ্গ সংগঠনের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু একথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)জুরাছড়ি শাখার উদ্যোগে আয়োজিত বর্ধিত সভা উপজেলা বিশ্রামাগারের হল কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পাতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিশ্রামাগারের হল কক্ষে বর্ধিত সভার প্রথম পর্বে উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমা রিংকু উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, জুরাছড়ি  জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি সুব্রত চাকমা, যুব দলের সভাপতি আশুগোপাল চাকমা, যুগ্ন সম্পাদক রাজেশ চাকমা,  মহিলা দলের সভাপতি সুমিতা চাকমা, সাধারণ সম্পাদক মিন্টি চাকমা প্রমূখ। 

 সভায় বক্তারা বলেন,  ফ্যাসিস্ট সরকারের আমলে রাঙামাটি পার্বত্য জেলায় নিয়োগ বাণিজ্যে  মেধাবীরা নিয়োগে বঞ্চিত শিকার হয়েছে। এই সরকারের দোসররা এখনো নিভৃতি ভাবে দুনীতি, চাঁদাবাজসহ দেশে বিশৃংখলা তৈরীতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের চিহিৃত করে দাঁত ভাঙ্গা জবাব দিতে সকলে সুসংগঠিত হওয়ার আহ্বান জানান বক্তারা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions