বান্দরবানের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব পেলেন শামীম আরা রিনি রাঙামাটির কাউখালীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন লামায় পুলিশের অভিযানে চোরাই মালামাল ও বন্দুকসহ আটক ১ শীতে পাহাড়ে বেড়েছে পিঠা বিক্রি, সুস্বাদু পিঠা খেয়ে খুশি পর্যটক ও স্থানীয়রা ভিসি নিয়োগের দাবিতে রাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও আল্টিমেটাম
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি সেনা জোনের উদ্যোগে দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
৪ জানুয়ারি (শনিবার) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন
মহালছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় মানবিক সহায়তার অংশ হিসেবে চৌংড়াছড়ি
হেডম্যান পাড়া জুনিয়র হাই স্কুল মাঠে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক
সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও, স্থানীয় দুই
শতাধিক দুঃস্থ ও হতদরিদ্র পাহাড়ি ও বাঙালি শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র
(কম্বল) বিতরণ করা হয়। সেনাবাহিনীর মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট
কর্নেল মোঃ সালেহ্ আল হেলাল, পিএসসি উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন।
এ সময় জোন কমান্ডার বলেন, ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে সেনাবাহিনী সুবিধা বঞ্চিত এলাকার শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ জনগণের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে চৌংড়াছড়ি হেডম্যান পাড়া এলাকায় শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ করা হলো।
তিনি আরও জানান, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারায় শুরু থেকেই পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারনের পাশে ছিল, আছে এবং থাকবে।শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থী ও শীতার্ত জনগণ মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।