প্রকাশঃ ০৪ জানুয়ারী, ২০২৫ ০৫:৩১:০০
| আপডেটঃ ০৭ জানুয়ারী, ২০২৫ ০২:৩১:১০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বন্যপ্রাণী তক্ষক পাচারকালে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বন বিভাগ। শনিবার বিকেল ৪ টায় মামলা শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন।
আটককৃতরা হলেন, ঢাকার মোহাম্মদপুরের মো. তৌহিদ, মানিকগঞ্জের দৌলতপুরের এসএম রফিকুল ইসলাম ও মো. সালাউদ্দিন।
এর আগে, শুক্রবার বিকেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জিরোমাইল এলাকা থেকে পুলিশের সহায়তায় তক্ষক সহ ৩ জনকে আটক করা হয়।
খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বন্যপ্রাণী আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।